জলের বিশুদ্ধ ছোঁয়া
মুজাহিদ বুলবুল
হাজারও পথের বাঁক— তারপর ফুরাবে সময়
কালেমায়ে শাহাদাতে মিশে যেও দহনবেলা
তৃষিত আগুনে পুড়ে আগামীর সমস্ত ভয়
নূরের অভয়স্রোতে ভেসে যেও কাঙালের ভেলা
শব্দের অধিক হোক এই প্রেম, আগুনের ক্ষুধা
হাওয়ায় মিলিয়ে গেলে জীবনের সবটুকু খাঁদ
তুমি তারে ডেকে নিও, ঢেলে দিও অমৃত সুধা
অমরত্বের পথে গায় যেন আমার নিনাদ।
একটি উপমা খুঁজে ভেবে মরে তামাম জাহান
আমি তো ক্ষুদ্রপ্রাণ— ভাবনার সাহস কোথায়
কেয়ামাত তক ভেবে হতে পারে কেউ পেরেশান
তুলনার ভাষা আমি দেখি না তো এই দুনিয়ায়
কেবল জলের ভাষা বোঝে মন; খুঁজে বেদনার
বিশুদ্ধতম ছোঁয়া— হে রাসূল নবীজি আমার।