মুসাফিরি দল
মুজাহিদ বুলবুল
কোন ঠিকানায় যায় রে ছুটে মুসাফিরি দল
কোন সে হাওয়া দেয় নিভিয়ে হৃদয়ের অনল
কোন ভাবনায় মন উতলা দিনে কিবা রাতে
মনটা আমার বাঁধা রয় পড়ে ওই সোনার মাদীনাতে।
কোন বিরহে নিত্য গজল গেয়ে
স্বপ্ন ছুটে কোন মরুপথ বেয়ে
কোন হাহাকার যত্নে লালন জীবন মরণ সাথে।
যায় চলে দিন রই এ দুচোখ মেলে
কোন কাফেলা যায় রে আমায় ফেলে
গড়াগড়ি খায় রে এ মন কোন পথের ধুলাতে।
ধন্য কত তোমার দীদার পেয়ে
যাই কেঁদে গো নাযরে কারাম চেয়ে
তোমায় পেলেই সব পাওয়া হয় দুনিয়া আখেরাতে।