মন মাঝি

মন মাঝি

ও মন মাঝিরে তুমি এই ঘাটে ঐ ঘাটে তরী বাও
বলো ভিড়বে কবে ঐ মদিনার বন্দরে এই নাও।।
আমার মনের গহীন তলেরে মাঝি যেই বেদনা রাখা
মনমাঝি বল সয় কি রে এই দূরে দূরে থাকা
আমি কেমনে যে তাঁর পাই দরশন একটু বলে দাও।।
দেশ বিদেশে ঘুরো রে মাঝি তুমি এমন মুসাফির
হায় তবুও হয়না যাওয়া তোমার এমনই তাকদির
তোমার এতো জ্বালা দিবানিশি তুমি কি করে সামলাও।।
ওই ঘাটে না ভিড়লেরে মাঝি হইবে বিফল তরী বাওয়া
হইবে বিফল বুলবুলের এই বিরহের গান গাওয়া তুমি সব বুঝো এই মাজবুরি তবু কেনো যে কান্দাও।।