দারুল ক্বিরাত

দারুল ক্বিরাত

কুরআনের পাখিদের মিলনমেলায়
সুমধুর তিলাওয়াতে মনটা জুড়ায়।
ধীরে ধীরে গোটা পৃথীবি জুড়ে
ছড়িয়েছে মহান এই খেদমত
দারুল ক্বিরাত দারুল ক্বিরাত দারুল ক্বিরাত।
গ্রাম কি শহর পাড়ায় পাড়ায়
আল্লার কালামের ধ্বনি শোনা যায়।
জান্নাতি সুর কতো যে মধুর
মুখরিত দিন কিবা রাত
দারুল ক্বিরাত দারুল ক্বিরাত দারুল ক্বিরাত।
দারুল ক্বিরাতের প্রতিষ্ঠাতা
রামাদ্বান জুড়ে কতো স্মৃতি গাথা
আল্লার ওলী হে ফুলতলী
যায় কি ভুলা সেই তিলাওয়াত
দারুল ক্বিরাত দারুল ক্বিরাত দারুল ক্বিরাত।