কতো ভালোবেসে গড়েছো আমায় কত যতনে
কতো নেয়ামত দিয়েছো ঢেলে এই জীবনে
জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে
এ হৃদয় করো উতলা, মওলা, মওলা, মওলা।
তুমি গড়েছো এ দীল নরম করে
আমি তাকে করেছি পাথর
তুমি ডাকো যে কাছে বারেবারে
আমি আমাকে করি পর
আমি কি-যে গোনাহগার তবু দেখি গো তোমার
করুণার দুয়ার খোলা, মওলা, মওলা, মওলা।
জানি আমার তো নেই কোন সম্বল
তুমি যদি ক্ষমা না করো
হবে ব্যর্থ আমার এ জিন্দেগি
প্রেমে যদি মন না ভরো
কোন ঝড়ে ভাঙ্গে বুক আর কেউ না জানুক
তুমি সবি জানো আল্লাহ, মওলা, মওলা, মওলা।