Poems
মা
মা
মুজাহিদ বুলবুল
এ উৎসব হুলুস্থুলেও আমি তোমার ভাঙনের শব্দ শুনতে পাই
আমি জানি সব কিছু শব্দ করে ভাঙে না
এমন কি নিঃশব্দে ভেঙে পড়ে হৃদয়ের বিশাল প্রাচীর
আমি বাতাসের সাইরিনে তোমার হাহাকার বাজতে শুনেছি
দেখেছি জলের ধারা, সব ঝর্ণাই ঝরে না শব্দ করে
আমি তোমার মৌনতার ভেতরে আজন্ম দাহ দেখেছি
তোমার আফসোস ভরা চোখে আমার দুঃখ ডুবে আছে
আঙুলের রেখাগুলো ভীষণ বেয়াড়া পথে হেঁটে গেছে ভেবে
তুমি যে রাতের পর রাত কাটিয়ে দিয়েছো ভেজা বালিশে
আমাকে জানিয়ে গেছে ভিনদেশি নদী
জননী আমার, বাতাসে এখনও আছে তোমার তেলাওয়াত
প্রতিটি দীর্ঘশ্বাস জমা হয়ে আছে জেনো কালের মেশিনে
আমি আজ উদভ্রান্তের মত এদিকে ওদিকে ফিরি
তোমার মমতার ভাষা না বুঝার মত নির্বোধ তুমি জন্ম দাওনি বলে
সমস্ত হুলুস্থুল আজ নির্জনতায় ছেয়ে গেছে!
আজ অব্দি যে ফুলের স্বপ্ন তোমার ঘুমে ব্যাঘাত ঘটায়
সে স্বপ্নের রাশ টেনে ধরতে পারি নি বলে আমিও তো জেগে থাকি
মিথ্যা করে বলি, বুকের ব্যথাটা এখন আর নেই!
অথচ ব্যথার পাহাড়চাপা মনে ও শরীরে
ক্ষতের চিহ্নগুলো বারবার ভেসে ওঠে তাই
তুমি আরও চুপ করে যাও— বোকা মেয়ে খেয়ালই করো নি
কত বেশি ক্ষত ভরা তোমার শরীরে…
০৭-১২-২০১৬